• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৭, ১৩:০০

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

মঙ্গলবার বেলা সোয়া ২টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ অক্টোবার দুপুর সোয়া ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেজ লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে এক মাসের ছুটির জন্য আবেদন করেন।

সোমবার বিকালে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান।

প্রধান বিচারপতি ছুটিতে থাকার সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
জাতীয় ঈদগাহে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া
ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দিতে নির্দেশ হাইকোর্টের
X
Fresh