• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে জনজীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৭

গেলো দু’দিনের টানা বৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা কমলেও, পুরো থামার লক্ষণ নেই।

ঝড়ো হওয়া ও ভারী বৃষ্টির কারণে ঢাকার রাস্তাগুলোতে পানি জমে রয়েছে। কোথাও কোথাও রাস্তায় গাছ ভেঙে পড়ে রয়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। তবে টানা তিন দিনের ছুটি থাকায় যানজটের ভোগান্তি নেই।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh