• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টানা চারদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৯

রাজধানীতে আজ (বুধবার) সকাল থেকে আকাশে কালো মেঘ জমে থাকতে দেখা গেছে। এরপর সকাল নয়টার পর থেকে ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি, সে সময় ব্যস্ত মানুষ ছুটে চলেছেন যার যার কর্মস্থলে।

তবে টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি এনে দিয়েছে জনমনে স্বস্তিও।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে কয়েকদিন বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব এলাকাতেই দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আজ সারা দেশে বৃষ্টি হতে পারে।তিনি বলেন, মৌসুমি বায়ু কয়েক দিন ধরে কম সক্রিয় ছিল। এ জন্য গরমও বেশ পড়েছিল। কিন্তু গতকাল থেকে এই মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এ কারণেই বৃষ্টি হচ্ছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর বৃষ্টি এভাবেই হবে। ৩০ সেপ্টেম্বর থেকে কিছুটা কমলেও বৃষ্টি একেবারে থামবে না।

এছাড়া, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
টানা ৩ দিন কোথায় কখন ঝড়-বৃষ্টি হতে পারে
রাত ১টার মধ্যে যেসব জায়গায় ঝড়ের শঙ্কা
X
Fresh