• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাংসদ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ ২০ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
  ১২ জুলাই ২০১৬, ১৬:১১

জাতীয় পার্টির সংসদ সদস্য হান্নানসহ আটজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দাখিল করব হবে ২০ সেপ্টেম্বর।

চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করে।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করলে, ট্রাইব্যুনাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আদেশ দেয়।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নানসহ গ্রেপ্তার আসামিদের এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বলে জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- সাংসদ হান্নানের ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩)।

আসামি মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩) পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh