• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে

অনলাইন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৩

মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে। যেকোন সময় তা কার্যকর হতে পারে বলে জানা গেছে।

শনিবার দুপুরে কারা সূত্র এ তথ্য জানায়।

গেল শুক্রবার বিকেলে জামায়াতের এ নেতা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে সিদ্ধান্ত জানান। এরপরই জানালে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু করে কারা কর্তৃপক্ষ।

অপেক্ষা ছিল কেবল নির্বাহী আদেশের।

ইতোমধ্যে মীর কাসেমের সঙ্গে দেখা করেছেন তা‍র পরিবার।

আলবদর নেতা মীর কাসেমের বিরুদ্ধে প্রমাণিত কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে খুনের দায়ে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর রায় দেন ট্রাইব্যুনাল।

ফাঁসির রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh