• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধান্ত জানাননি মীর কাসেম

অনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৩

মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন কি না সে সম্পর্কে শুক্রবার সকালেও কোন সিদ্ধান্ত জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টায় মীর কাসেম প্রাণভিক্ষার ব্যাপারে আরো সময় চেয়ে আবেদন করেছিলেন।

কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসেম আলীকে আবার জিজ্ঞাসার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছিলেন, মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে যৌক্তিক সময় দেয়া হবে।

৩০ আগস্ট মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh