• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরো সময় চাইলেন মীর কাসেম

অনলাইন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৫

প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরো সময় চাইলেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক বৃহস্পতিবার এ তথ্য জানান।

জেল সুপার জানান, বেলা ১১টা দিকে মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি ভাবনা চিন্তার জন্য আরো কিছু সময় চেয়েছেন।

তবে তাকে কত সময় দেয়া হবে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাতে পারেননি জেল সুপার। তিনি জানান, এটি সরকার ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

বুধবারও কারা কর্তৃপক্ষ প্রাণভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলেন। তিনি ভবনার জন্য সময় নেন।

এদিকে, নিখোঁজ ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম ফিরে এলে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে কাসেমপত্নী জানিয়ে ছিলেন। বুধবার কাসেমের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ দেন। এখন তার সামনে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টিই বাকি আছে।

আলবদর নেতা মীর কাসেম আলী ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। শুরুতে কারাগারে ডিভিশন পেলেও ২০১৪ সালে যুদ্ধাপরাধের দায়ে মুত্যুদণ্ডের রায়ের পর তাকে পাঠানো হয় কনডেম সেলে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh