• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৭, ১৬:০৪

এ বছর পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের প্রাথমিক ও মাদরাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর। শেষ হবে ২৬ নভেম্বর।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে পরীক্ষাসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির এ তথ্য জানান।

তিনি বলেন, বিগত বছরের মতো এবারও প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টার।

মনজুর কাদির বলেন, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে। গেলো বছর শিক্ষার্থীদের এ সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর শেষ হয়।

পরীক্ষা সূচি : প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

আর ইবতেদায়ি সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ আর ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেয়া হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh