• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জামিন পেলেন শফিক রেহমান

অনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট ২০১৬, ১৩:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার পরিকল্পনা' মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। পাসপোর্ট জমা দেয়ার শর্তে তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত তিনি জামিনে থাকতে পারবেন।

বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে উচ্চ আদালত শফিক রেহমানের জামিন খারিজ করেন। সেই আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। অবশেষে শর্তসাপেক্ষে তার আবেদন মঞ্জুর করলেন সর্বোচ্চ আদালত।

আদালতে শফিক রেহমানের পক্ষে এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

এ জে মোহাম্মদ আলী বলেন, ‘শফিক রেহমানকে তিন মাসের জামিন দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।’

তার জুনিয়র আইনজীবী বলেন, শফিক রেহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় ‘তার মুক্তিতে এখন বাধা নেই’।

গেল ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জয়কে ‘অপহরণ ও হত্যার পরিকল্পনায়’ গেল বছরের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh