• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানাবেন মীর কাসেম আলী

অনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট ২০১৬, ১০:০২

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রায়ের অনুলিপি পড়ে শোনানো হয়েছে। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না তা পরে জানাবেন বলে জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে রায়ের অনুলিপি পৌঁছে।

কাশিমপুর কারাগার-২ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার পর পুলিশের দুটি পিকআপভ্যানের প্রহরায় একটি মাইক্রোবাসে করে রায়ের অনুলিপি আসে। এ সময় সাংবাদিকরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে কারা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মীর কাসেমের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি নিজে রায় লেখার পর অন্য বিচারপতিরা এতে একমত পোষণ করে স্বাক্ষর করেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh