• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একসঙ্গে ৭৩ কৃত্রিম উপগ্রহ পাঠালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৭, ১৬:৩০

মহাকাশে একসঙ্গে ৭৩টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নতুন রেকর্ড করলো রাশিয়া। সয়ুজ টু-ওয়ান ভি রকেটে এসব উপগ্রহ পাঠানো হয়।

শুক্রবার কাজাখাস্তানের বাইকোনুর কসমোড্রাম উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি মহাকাশে ছোঁড়া হয়।

মস্কো স্টেট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সির নেতৃত্বে মায়াক, কানোপাস ভি-আইকেসহ ৭৩টি কৃত্রিম ক্ষুদে উপগ্রহগুলো পাঠানো হয়।

কানোপাস ভি-আইকে উপগ্রহকে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে আগুন এবং জরুরি অবস্থা পর্যবেক্ষণের জন্য।

মায়াকে আছে পিরামিড-আকৃতির বিশাল সৌর প্রতিফলক। সৌর রশ্মির প্রতিফলন ঘটিয়ে রাতের আকাশকে উজ্জ্বলের জন্য এটি ব্যবহৃত হবে।

মানুষের তৈরি কক্ষপথ পরিভ্রমণকারী সবচেয়ে উজ্জ্বল বস্তু হবে, এটি। মহাকাশে দৃষ্টিগোচর উজ্জ্বল বস্তু সূর্য, চাঁদ, শুক্রের পরই হবে, এর অবস্থান।

সৌর রশ্মি প্রতিফলনের ফলে এটি হবে মানুষের তৈরি কক্ষপথ পরিক্রমণকারী সবচেয়ে উজ্জ্বল বস্তু। মহাকাশের উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে সূর্য, চাঁদ এবং শুক্রর পরে এই মায়াক হবে দৃষ্টিগ্রাহ্য চতুর্থ উজ্জ্বল বস্তু।

রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, উৎক্ষেপিত ৭৩টি উপগ্রহের মধ্যে আমেরিকা, কানাডা, জাপান ও নরওয়ের অনেক সংস্থার কৃত্রিম উপগ্রহ রয়েছে।

এরমধ্যেই অনেকগুলো উপগ্রহ সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে স্থাপিত হয়েছে। বাকি উপগ্রহগুলো স্থাপনের পর রকেটটি ভারত মহাসাগরে গিয়ে পড়বে।

এর আগে একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর রেকর্ডও ছিল রাশিয়ার।

গেলো মাসের শেষ সপ্তাহে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে একটি ভূ-নিরীক্ষণ উপগ্রহসহ একক মিশনে একসঙ্গে ৩১টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh