• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মীর কাসেমের রিভিউ রায় ট্রাইব‌্যুনালে

অনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট ২০১৬, ২০:৩৪

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড রায়ের রিভিউ কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় রায়ের কপি সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালে নিয়ে যান। এ ছাড়া রায়ের একটি করে কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) বলেন, বিচারকদের স্বাক্ষরের পর রিভিউ রায় প্রকাশ করা হয়েছে। ২৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ট্রাইব‌্যুনাল ওই রায়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেবে। ট্রাইব‌্যুনালের বিচারকদের স্বাক্ষর নিয়ে রায়ের কপিসহ পাঠানো হবে কারা কর্তৃপক্ষ, জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে। এরপর মীর কাসেম আলীকে রায় পড়ে শুনিয়ে জানতে চাওয়া হবে, তিনি কৃতকর্মের জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। যদি তিনি তা না করেন তাহলে তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করা হবে।

মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল, রিভিউ খারিজ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh