• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘বাংলাদেশ সফরকালে যেসব এজেন্সি বিক্ষোভ করবে তাদের নিষিদ্ধ করা হবে’

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভিনিউজ

  ০১ জুন ২০২২, ২২:৪৬

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান তার বাংলাদেশ সফরকালে যেসব রিক্রুটিং এজেন্সি বিক্ষোভ করবে তাদের নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করেছেন।

২ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকা আসার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর জনশক্তি রপ্তানির জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর করে। তবে মালয়শিয়ার পক্ষ থেকে জনশক্তি রপ্তানিতে সুনির্দিষ্ট কিছু এজেন্সির নাম প্রস্তাব করা হয়। এতেই বাঁধে বিপত্তি।

রিক্রুটিং এজেন্সিগুলো মনে করে, সুনির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে কাজ হলে শ্রমিক প্রতি খরচ দাঁড়াবে সাড়ে ৪ লাখ টাকা। কারণ ওই এজেন্সিগুলোকে জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকা বাড়তি দিতে হবে।

তাই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর ঢাকা সফরকে ঘিরে প্রায় দুই হাজার রিক্রুটিং এজেন্সি রাজধানীতে বিক্ষোভ করার প্রস্তুতি নিয়েছে। তাদের দাবি জনশক্তি রপ্তানি সুনির্দিষ্ট কিছু এজেন্সির জন্য না করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

এ বিষয়ে এম সারাভানান বলেন, আমার ঢাকা সফরকে কেন্দ্র করে কিছু এজেন্সি বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি এটা নিয়ে মোটেই চিন্তিত নই। কারণ রিক্রুটিং এজেন্সিগুলো যত বেশি হুমকি দেখাবে, ততো বেশি নিষিদ্ধ হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
টাকা জমা না দেওয়ায় ২২ হজ এজেন্সিকে চিঠি
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
X
Fresh