• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ২৩:২২
সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধব
ছবি: প্রতিনিধি

দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ মে) সাভার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ভোরের কাগজের সাভারের স্টাফ রিপোর্টার আজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের গণমাধ্যমকর্মীসহ অনেকেই অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাংবাদিক জিয়াউর রহমান, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
সাংবাদিক ইমনের ওপর হামলায় বিজেসি’র নিন্দা 
ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত
বাচসাস’র ৫৬ বছরপূর্তি অনুষ্ঠিত
X
Fresh