• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেডিসিন ক্লাবের উদ্যোগে শতামেকে থ্যালাসেমিয়া ও হেপাটাইটিস সচেতনতা

আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১৩:০১
মেডিসিন ক্লাবের উদ্যোগে শতামেকে থ্যালাসেমিয়া ও হেপাটাইটিস সচেতনতা
মেডিসিন ক্লাবের উদ্যোগে শতামেকে থ্যালাসেমিয়া ও হেপাটাইটিস সচেতনতা

মেডিসিন ক্লাবের উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে (শতামেক) থ্যালাসেমিয়া ও হেপাটাইটিস সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) শতামেক মেডিসিন ক্লাবের সদস্যরা মেডিকেল কলেজ প্রাঙ্গন এবং হাসপাতালের আউটডোরে থ্যালাসেমিয়া সচেতনতামূলক পোস্টার এবং হেপাটাইটিস সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

শতামেক মেডিসিন ক্লাবের সদস্যরা বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করে বলে জানা যায়। বংশগত রোগ বিধায় এই রোগের সম্পূর্ণ নিরাময় কষ্টসাধ্য। তাছাড়া প্রতিবছর দেশে প্রায় ৪ লাখ রোগীর হেপাটাইটিস-বি ধরা পড়ে। ফলে এই রোগ থেকে মানুষকে সচেতন করতেই এ কর্মসূচি।

image

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতামেক ইউনিটের সভাপতি ফারহান সাদিক ইসলাম, সাধারণ সম্পাদক আবিদ মাহমুদ সিজান, কেন্দ্রীয় সেমিনার সম্পাদক প্রদীপ্ত সাক্ষর জয় সহ বিভিন্ন ব্যাচের মেডিসিনিয়ান গণ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেপাটাইটিসে প্রতিদিন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে : ডব্লিউএইচও     
X
Fresh