• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আনোয়ার হোসেনের কবিতা ‘দৌড়’

আনোয়ার হোসেন

  ১৩ মে ২০২২, ০০:০৮
লেখক আনোয়ার হোসেন

ভাত আমাকে খায়
আমি ভাত খাইতে পারি না, তবুও
ভাতের পেছনে দৌড়াই।

সে যে কত রকমের দৌড়–
ইঁদুর বেড়ালের দৌড়
জাকাত ফেতরায় দৌড়
মাথার পেছনে মাথার
কলমের পেছনে কলমের
হরিণের পেছনে বাঘের
মানুষের পেছনে মানুষের দৌড়।

সবাই দৌড়ায়– টিকে থাকার দৌড়
অপরকে পিছে ফেলার দৌড়,
মেরে ফেলার দৌড়,
গিলে খাওয়ার দৌড়,
চোখের নেশার দৌড়,
মনের নেশার দৌড়,
আরো কত নাম হীন, মূল্য হীন আর
অন্তহীন রিলে-দৌড়, কারণ,
ভাত আমাকে খায়
আমি ভাত খাইতে পারি না।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন 
আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারেনি ফায়ার সার্ভিস
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে : হানিফ
X
Fresh