• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকসাস সভাপতি আনাস, সাধারণ সম্পাদক হাকিম

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২২, ২২:৩৫

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি শেয়ার বাজার নিউজের বিজনেস প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস এবং সাধারণ সম্পাদক দৈনিক মানবকন্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হাকিম নির্বাচিত হয়েছেন।

এ জেড ভূঁইয়া আনাস ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং আব্দুল হাকিম ইরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী।

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকসাসের নিজস্ব অফিস কক্ষে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেছেন সংগঠনের উপদেষ্টা ও ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

এ ছাড়াও নির্বাচন পরিচালনা করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল করিম, সমিতির সদ্য বিদায়ী দুই (ছয় মাস করে ছিলেন) সভাপতি নাসমুস সাকিব ও বিল্লাল হোসেন সাগর এবং সাবেক সভাপতি তবিবুর রহমান।

নির্বাচনে সহ-সভাপতি পদে ঢাকা পোস্টে’র ক্যাম্পাস প্রতিবেদক রাকিবুল হাসান তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলাভিশনের সাঈদুর রহমান তানভীর, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত ওবাইদুর সাঈদ এবং নির্বাহী সদস্য পদে স্পাইস টেলিভিশনের ফরহাদ বিন নূর, একুশে টেলিভিশন অনলাইনের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল কাইউম, ইত্তেফাকের নাসরুল্লাহ শাকুরি নির্বাচিত হয়েছেন।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজ যেমন উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক তেমনি এ প্রতিষ্ঠানের সাংবাদিক সমিতিও ঐতিহ্যবাহী সংগঠন। সমিতির নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ তারা ইতিবাচকভাবে কলেজকে তুলে ধরবে।

প্রশাসনের কর্মকাণ্ডে ত্রুটি থাকলে সেটাও তুলে ধরার বিষয়ে তাদের অবাধ স্বাধীনতা রয়েছে। আমি চাই ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে সংগঠিত সাংবাদিকরা ক্যাম্পাসে সব সময় একত্রে কাজ করুক। আশা করছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিলনমেলা যেন এক টুকরো ঢাকা কলেজ ক‍্যাম্পাস
সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাবে সতর্ক অবস্থানে পুলিশ
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ট্রান্সজেন্ডার-সমকামিতার বিপক্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
X
Fresh