• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আনোয়ার হোসেনের কবিতা ‘স্বাধীনতা’

আনোয়ার হোসেন

  ২৬ মার্চ ২০২২, ১৯:৩৭
ছবি : সংগৃহীত

স্বাধীনতা মানে-

মুক্তির উন্মাদনা
উচ্ছ্বাসে ভাঙা বাঁধ
জলের অবাধ্য স্রোতের মতো
আনন্দ ভেসে যাওয়া।

স্বাধীনতা মানে-

খোলা মাঠের দখিনা সমীরণ
পরিণত ফুলের পাপড়ির রঙে
বিচিত্র দোলন।

স্বাধীনতা মানে-

অগ্রপথিক দৃপ্ত পদে চলা
যুদ্ধ থেকে আহরিত জ্ঞানে
নির্ভীক কথা বলা।

স্বাধীনতা মানে-

প্রজ্ঞা ভরা অসংখ্য চোখ তীক্ষ্ণ
শত বছর অগ্রে দেখা
উন্নত রূপকল্প।

স্বাধীনতা মানে-

আমার আমিতে বাঁধা
স্থান কাল পাত্র ভুলে বিশ্বমানবতা,
এখানে মানুষ বুঝেতে পারে সকল অশ্রুর মানে
হাসি'র মাঝে দুঃখ নাকি আনন্দ তা জানে।

স্বাধীনতা মানে-

বাদশা, ফকির ভেদ, অবলীলায় ভুলে যাওয়া
জলকে পানি, পানিকে জল ইচ্ছেমত বলা।

স্বাধীনতা মানে-

আপন হাতে, আপনার বিচার করা,
ভুল হলে ভুল স্বীকারের
নির্মল মুক্ত ধরা।

স্বাধীনতা মানে-

পঞ্চ ইন্দ্রে ষষ্ঠ'র নিয়ন্ত্রণ
ডান-বাম, পূর্ব-পশ্চিম
ভাবনা বিলক্ষণ।

স্বাধীনতা মানে-

মানুষের সাথে তাবৎ প্রাণীর
পূর্ণ অধিকার।

স্বাধীনতা মানে-

নৈরাজ্য নয়, শৃঙ্খলায় সমর্পণ,
সুখ-দুঃখ আপনার যেমন
অন্যেরও আছে নিজস্ব দর্শন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
X
Fresh