• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বইমেলায় রোমান জাহানের ‘বিষাদের মতো গোপন’

আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২২, ১১:৩৫
বইমেলায়, রোমান, জাহানের, বিষাদের, মতো, গোপন,

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি রোমান জাহানের কাব্যগ্রন্থ ‘বিষাদের মতো গোপন’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল।

বইটিতে মোট ৫৫টি কবিতা রয়েছে। আমাদের জীবনে স্মৃতিকাতর বা নস্টালজিয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারানো দিনের সেইসব স্মৃতিগুলোই কবিতা হয়ে ধরা দিয়েছে রোমান জাহানের কলমে। স্মৃতিকাতরতাময় কবিতাগুলোয় বিষাদ, বিষণ্ণতা, অতীতে ফেরার আকুতি উঠে এসেছে।

মেলায় বইটি পাওয়া যাচ্ছে ঘাসফুলের ৫৪৮ নম্বর স্টলে। এর প্রচ্ছদ এঁকেছেন শামীম আরেফীন।

‘বিষাদের মতো গোপন’ কবির তৃতীয় প্রকাশিত গ্রন্থ। আগের বই দুটোও কবিতার। বই দুটি হলো-‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’, ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে ঝড় বইতে পারে যেসব জায়গায়
সন্ধ্যার মধ্যে ঝড় বইতে পারে যেসব জায়গায় 
রাতেই যেসব জায়গায় ঝড় বইতে পারে
৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিলো হার্ভার্ড
X
Fresh