• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জবি’র ধর্মঘট স্থগিত, শুক্রবার সংহতি সমাবেশ

অনলাইন ডেস্ক
  ২৪ আগস্ট ২০১৬, ১৬:১৫

প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপরে তারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

তবে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংহতি সমাবেশ করবেন শিক্ষার্থীরা। এরপর মশাল মিছিল বের করা হবে।

রোববার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবির পক্ষে জনমত গঠনে ক্যাম্পেইন করবে শিক্ষার্থীরা। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হবে।

এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোন আশ্বাস না পেলে কঠোর আন্দোলনে যাবার কথা বলছেন আন্দোলনকারীরা।

এদিকে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলিস্তান হয়ে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল এবং কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন হল নির্মাণের দাবিতে টানা ২০ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh