• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হল খোলা থাকলেও ঢাবির ক্লাস অনলাইনে

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২২, ১৫:০৫
হল খোলা থাকলেও ঢাবির ক্লাস অনলাইনে
ফাইল ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ও আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে হল খোলা থাকলেও অনলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ রোধকল্পে জাতীয় সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস চলবে। সীমিত পরিসরে অফিস খোলা রাখা হবে।

এদিকে হল খোলা রাখার বিষয়ে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, এই মুহূর্তে আমরা আবাসিক হল বন্ধ করব না। শিক্ষার্থীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবেন। প্রশাসনিক ভবনের কার্যক্রমও আমরা সীমিত করব।

এর আগে এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh