• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গুলশান হামলার তদন্ত প্রতিবেদন ২৩ অক্টোবর

অনলাইন ডেস্ক
  ২৪ আগস্ট ২০১৬, ১৩:৫৪

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আরাফাত চৌধুরী এ দিন ধার্য করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন দিন নির্ধারণ করেন।

এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন নাকচ করেছেন আদালত।বুধবার ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান জামিন নাকচের আদেশ দেন।

গুলশান হামলার ঘটনায় হাসনাতকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে আটক রাখতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ওই দিন তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারক এ বিষয়ে বুধবার শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে হাসনাতের জামিন নাকচ করা হয়।

১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh