• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১২ বছরের নিচে শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৫:১৯
১২ বছরের নিচে শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৬ জানুয়ারি শিক্ষার্থীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে করোনার অন্তত এক ডোজ টিকা নেয়ার কথা বলা হয়। কিন্তু ১২ বছরের নিচে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও টিকার বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত না নেয়ায় অভিভাবকদের মধ্যে শঙ্কা দেখা দেয়। তবে এবার বিষয়টি পরিস্কার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

রোববার (১৬ জানুয়ারি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই টিকা নয়। এজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, টিকাকেন্দ্র থেকে শিক্ষার্থীদের টিকা প্রদানের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে। এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে ভাবছি না। শিক্ষার্থীদের টীকাদানের কর্মসূচি জোরদার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে কর্মসূচি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh