• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কবি পলিয়ার ওয়াহিদের কবিতা ‘প্রিয়া ও প্রভু’

পলিয়ার ওয়াহিদ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৭:২২

তোমার চোখে তাকালে
আমি নৌকা হয়ে যাই
যেন নূহের প্লাবনে
ভেসে যাচ্ছে বাড়ি-ঘর
মানুষ ও আঙিনা।
প্রভু, এত এত লবণের ঢেউ ভেঙে
আমি পিঁপড়ের মতো
চিনির পাহাড়ে পৌছাতে চাই।

প্রভু,
এই যে প্রিয়ার পবিত্র চোখ
নৌকা, নুন, ঢেউ ও পাহাড়
সবকিছুর কসম,
আমি তার ভেতরে আপনাকে দেখতে পাই
আর যে সরল পথের কথা বলেন আপনি
বারবার
সেই পথ কেবল প্রিয়ার পথের দিকে মনে হয়
আমি কী ভুল বলেছি প্রভু?

আপনি আমাকে সহজ পথ দেখান
আর তাকেও মিলিয়ে দিন সরল পথে
যেন আমরা দুজন বেহেশতে পৌঁছে যেতে পারি
কিংবা যে সিদরাতুল মুনতাহায় আছেন আপনি
সেখানে আমাদের বসতে দিন কুলগাছের নিচে।

আর আপনি নিশ্চয় জানেন
আমার প্রিয়া আপনার সীমান্ত বৃক্ষের
সেই ময়ূরের চেয়ে সুন্দর!
বলতে পারেন, এই তুলনা পেলাম কোথায়?
যদিও তার ডানা নেই
কিন্তু আমরা পরস্পর কেবল পাখির মতোই উড়ে যাই
আপনার আকাশের দিকে
তখন মা হাওয়া আমাদের ভাসিয়ে নিয়ে যায়!
আর মেঘেরা ঈর্ষা করে উঁকি দেয়
তখন প্রভু আপনাকে ও প্রিয়াকে আলাদা করতে পারি না
আমি কী মাতাল হয়েছি?
আপনার মদ আমি পান করি রাতভর
আমার ঘুমও আজকাল জাগরণ জাগরণ স্বরে মাতন করে
আমি বুঝতে পারি।

আপনি আমার সামনে নেমে এসেছেন
আমি বুঝতে পারি,
আমার পাপের বহর আপনি দেখে ফেলেছেন
আমি লজ্জায় লুকাতে যাই।
কীভাবে আপনাকে মুখ দেখাব প্রভু?

কিন্তু দেখি একটা কোমল আলোর হাত আমাকে ধরে ফেলে
আমি সেই হাত ছাড়াতে গিয়ে জেগে উঠি
আর দেখি আমার শরীরে প্রিয়ার ঘ্রাণ!
কিন্তু আমার আফসোস হয়
এখনি আমি আপনার মিলন কামনা করিনি
আমি আরও কাঁদতে চাই।

পাহাড়ের মতো কেঁদে কেঁদে ঝরনা হব আমি
সমুদ্রের মতো বেদনায় ফুপিয়ে ফুপিয়ে ঢেউ হব
আর প্রিয়ার পায়ে আছড়ে পড়ব আজীবন
যদি জলের মতোন সহজ জীবন
আর পাহাড়ের মতো সরল পথ আমি খুঁজে পাই।

প্রভু, এই জীবনের কসম
আমার প্রিয়াকে আপনি ফিরিয়ে দিন।
তাকে ছাড়া আমি কীভাবে বাঁচব?
এই যে আমি, ‘আমি’ ’আমি’ করছি
আসলে আমিটা কে?
আমি আর আপনি
আমরা এখন প্রিয়ার আমিতে মিশে গেছি!

টিআই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গান, কবিতায় শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 
১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া’ 
বইমেলায় পলিয়ার ওয়াহিদের ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’
X
Fresh