• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দিতে বিশেষ বুথ করার নির্দেশ

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৫০
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দিতে বিশেষ বুথ করার নির্দেশ
ফাইল ছবি

জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা দিতে বিশেষ বুথ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে করোনার টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ড. মো. শামসুল হকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেট শিক্ষার্থীদের (ও লেভেল বা এ লেভেল) করোনার টিকা দেওয়ার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলাপর্যায়ে জেলা সদর হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে বুথ নির্দিষ্ট করতে হবে।

এ ছাড়া ঢাকা জেলার জন্য ডিএনসিসি করোনা ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বুথ নির্দিষ্ট করার অনুরোধ করা হলো।

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত করে টিকা কার্ডের মাধ্যমে টিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিলে টিকা নিলে সার্টিফিকেট পাবেন না।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
জাবিতে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
X
Fresh