• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ওয়েব যাত্রার ২৫ বছর

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ আগস্ট ২০১৬, ১৯:২৩

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউ ডব্লিউ ডব্লিউ'র ২৫ বছর পূর্ণ হলো। ১৯৯১ সালে এদিনে এটি চালু করেন ব্রিটিশ গবেষক টিমোথি বার্নার্স-লি। এরই সঙ্গে বদলে যায় পৃথিবী।

যেকোনো ওয়েবসাইটে ঢুকতে প্রথমেই লিখতে হয় ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডটকম। এটি ছাড়া ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ব্লগসহ কোনো সাইটে ঢোকা সম্ভব নয়।

এই অসামান্য আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে বার্নার্স-লিকে নাইটহুড উপাধি দেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট জানিয়েছে, পৃথিবীতে এখন ১০৭ কোটি ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ ওয়েবসাইটই নিষ্ক্রিয়। ওয়েবপেজ রয়েছে ৪৭৩ কোটিরও বেশি। আর বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার করছেন ৩৪০ কোটিরও বেশি মানুষ।

৬১ বছর বয়সী লি বর্তমানে ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে কাজ করছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh