• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্যাম্পাসে তালা, রাস্তা অবরোধ জগন্নাথের শিক্ষার্থীদের

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ আগস্ট ২০১৬, ১১:২৪

পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে হল তৈরির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন চলছে। ক্যাম্পাসের সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রধান ফটকসহ ক্লাস ও প্রশাসন ভবনে তালা লাগানো হয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ডে ধর্মঘট পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

অবরোধে যাত্রাবাড়ী, বাবুবাজার সড়ক, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে ৭-৮টি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে । আশপাশের বেশির ভাগ দোকান বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আন্দোলনের অন্যতম সংগঠক মনিরুল ইসলাম রাজন বলেন, ‘আমরা ভিসি ভবন, প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh