• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক ফাহিরের মৃত্যুতে ইউডা সিএমএসের শোক সভা

আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩৩

আজকের পত্রিকা’র সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা শনিবার (১১ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। সে আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন।

ইউনিভারসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সিএমএস) বিভাগের সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলাম ভূঁঞার মৃত্যুতে দোয়া ও শোক সভা আয়োজন হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সিএমএস বিভাগে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব মুনির আহমেদ, সিএমএস বিভাগের কো-অর্ডিনেটর ড. মো. মফিদুল আলম খান, ডেপুটি রেজিস্ট্রারার, সিএমএস ডিপার্টমেন্টের লেকচারার ইসমাঈল হোসেন সিরাজী।

আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

ইউডা সিএমএস থেকে স্নাতক শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তরে অধ্যায়নরত ছিলেন ২৪ বছর বয়সী ফাহির।

গেল ১১ ডিসেম্বর কর্মস্থল থেকে মোহাম্মদপুরের মেসে ফিরে বিকেলে অসুস্থ হয়ে পড়ে ফাহির। রুমমেটরা বাংলাদেশ মেডিকেল ও ইবনে সিনা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফাহিরের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগমের। একমাত্র বড় ভাইয়ের নাম মাইদুল ইসলাম ভূঁঞা।

এসকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
সাংবাদিক ইমনের ওপর হামলায় বিজেসি’র নিন্দা 
ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত
বাচসাস’র ৫৬ বছরপূর্তি অনুষ্ঠিত
X
Fresh