• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কানাডার জাতীয় পুরস্কার পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  ২৯ মে ২০১৭, ১২:১৩

কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি-কানাডিয়ান শিক্ষার্থী ঈশিতা আশরাফ ও তার দল দেশটির বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের মধ্যে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় কানাডার জাতীয় পুরস্কার পেয়েছেন। খবর ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের।

মে মাসের শুরুতে অনুষ্ঠিত ‘ফার্স্ট এনএ্যাক্টাস কানাডা ন্যাশনাল এক্সপোজিশন’নামের এ প্রদর্শনীতে ঈশিতাদের ৬ সদস্যের দলের প্রকল্পের বিষয় ছিল : উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন সক্ষমতা অর্জন এবং উদ্যোক্তা সৃজনের মাধ্যমে টেকসই পৃথিবী গঠনে সহায়তা।

দলটির অপর প্রকল্পের বিষয়ের নাম ছিল ‘রুটস’, যা একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ। স্থানীয় কৃষক ও আদিবাসীদের সহায়তার জন্য নেয়া এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাজা ও পুষ্টিকর খাদ্য বাজারের খুচরো মূল্যের চেয়ে ৪০ থেকে ৬০ শতাংশ কম দামে কিনতে পারবে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh