• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রহমতের ডালি নিয়ে এলো পবিত্র মাহে রমজান

আরাফাতুর রহমান

  ২৮ মে ২০১৭, ০৯:০৯

রহমত, মাগফিরাত ও নাজাতের ডালি নিয়ে এলো পবিত্র মাহে রমজান। পরীক্ষা হবে মুমিন মুসলমানের ধৈর্য ও সংযমের।

এ মাসে আত্মাকে পরিশুদ্ধ করে সমাজ জীবনে সুশৃঙ্খলভাবে চলার প্রশিক্ষণ নেন মুসলমানেরা। কোরআন নাজিলের এ মাস হাজার মাসের চেয়েও উত্তম।

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরণের পানাহার, পঞ্চইন্দ্রিয় দ্বারা গুনাহের কাজ থেকে বিরত থাকার নামই রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর রোজা পালন ফরয।

রোজার পুরষ্কার ঘোষণা দিয়ে আল্লাহতায়ালা বলেন, রোজা একমাত্র তার জন্য এবং স্বয়ং তিনিই এর প্রতিদান দেবেন।

বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা সেহরিতে খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। আমাদের এবং ইহুদি ও খৃষ্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।

তিনি বলেন, ‘মাহে রমযানে সিয়াম সাধনার সুবর্ণ সুযোগ লাভ করা সত্ত্বেও যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে সক্ষম হলো না সে প্রকৃতপক্ষেই দুর্ভাগা’।

এ দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে যারা নিজেদের জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চায় তাদেরকে আজ এ কথা স্মরণ করিয়ে দেয়া দরকার যে, সবারই মহান আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে।

এদিকে রাজধানীর খাবারের হোটেলগুলোতেও রোজাদারদের জন্য রেখেছেন সেহরির বিভিন্ন আইটেম।

উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবার জন্যই সেহরির আকর্ষণীয় আয়োজন ছিল পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায়।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh