• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সবচেয়ে পাতলা ল্যাপটপ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ আগস্ট ২০১৬, ১৭:২৪

দেশের বাজারে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। এটি তৈরি করেছে হিউলেট প্যাকার্ড (এইচপি)।

সোমবার রাজধানীর একটি হোটেলে এইচপি স্পেক্ট্রে মডেলের ল্যাপটপটির উদ্বোধন হয়। এতে এটি ছাড়াও আরো ৪টি ল্যাপটপ অবমুক্ত করে এইচপি।

ল্যাপটপটি ১০.৪ মিলিমিটার পুরু। ওজন ১.১১ কিলোগ্রাম। ডিসপ্লে ১৩ ইঞ্চি। বডি অ্যালুমিনিয়ামের। লোয়ার সাইড কার্বন ফাইবারের তৈরি। তাই এটি খুবই হালকা।

ল্যাপটপটিতে রয়েছে সিক্সথ জেনারেশন ইন্টেল কোর আই৫ ও আই৬ প্রসেসর, ৫১২ গিগাবাইট গতির পিসিআই এসএসডি এবং ৮ জিবি র‌্যাম। এর হাইব্রিড ব্যাটারি সর্বোচ্চ ৯ ঘণ্টা ব্যাকআপ দেবে।

অনুষ্ঠানে এইচপি স্পেক্ট্রে ছাড়া এইচপি প্যাভিলিয়ন, এইচপি এনভি, এইচডি প্যাভিলিয়ন মডেলের ল্যাপটপ উন্মোচন করা হয়। ল্যাপটপগুলোর অপারেটিং সিস্টেম জেনুইন উইন্ডোজ ১০।

অনুষ্ঠানে ছিলেন এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের নোটবুক ক্যাটাগরি ম্যানেজার সামান্তা গৌ, ইমরুল হোসাইন ভূঁইয়াসহ দেশের এইচপির অনুমোদিত পরিবেশকরা।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh