• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

লাবণ্য শিল্পীর কবিতা ‘মুক্তির ডাক দাও’

লাবণ্য শিল্পী

  ০৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৭

ওগো বাঙালির রাখালরাজা,
তোমার উদ্যানে রাখালেরা আজ
বাঁশিতে বেদনার সুর বাজায়।
আর প্রতীক্ষায় চাতকের মতো
আকাশের দিকে চেয়ে থাকে
বৃষ্টির আশায়।

তোমার উদ্যানে আজ
কুপি হাতে ঠোঁটে রং মেখে
রমনিরা দেহ বিক্রি করে আর
জীবনের মূল্যে জীবন কিনে রাখে।
ধু ধু মাঠের খোলা আকাশে
শিশু রিশাদ অপ্রিয় বেদনার
ফুল হয়ে অনাদরে ফুটে থাকে।
তোমার সোনালি বাগান আজ
অপুষ্ট শিশুর কান্নায় ভারাক্রান্ত,
দেহ বেচে বেঁচে থাকা
সখিনার শরীরের
অহীনার ব্যথায় ক্লান্ত।

কখনো-বা
নেশায় উন্মাদ বাবুলের
গোঙানিতে গুলিয়ে ওঠে।
গৃহহীন জুলেখাদের অর্ধাহারে
তপ্তমরু হয়ে যায়।
মরিয়মদের গুমড়ে কেঁদে ওঠার
নীরব সাক্ষী হয়ে ভাসে।
আর দিকভ্রষ্ঠ তরুণের রক্তলাল
নেশার ঝাঁকুনিতে পাক দিয়ে ওঠে।
তোমার সোনার মাঠে
মাফিয়া, দালাল, লুটেরারা
আজ বিষবৃক্ষের বীজ বপন করছে।
এখানে শুধু দীর্ঘশ্বাস,
নর-নারীর ধস্তাধস্তির আওয়াজ,
বিষাক্ত বাতাসে বিষবাষ্পের ওড়াওড়ি,
গৃহহীন জীবনের ফেরী করে ফেরা।
তারুণ্যের লাশ হয়ে পড়ে থাকা।
শুধু ঘুটঘুটে অন্ধকারের অশনি সংকেত
আর খিস্তিখেউড়ের লুটতরাজ।

তোমার রাখালেরা আজ
বাতাসে কান পেতে আছে।
তোমার উদ্যান আজ নিদ্রাহীন!
তুমি বজ্রকণ্ঠে আবার মুক্তির ডাক দাও
তর্জনী উঁচিয়ে গর্জে উঠে বলো-
‘এবারের সংগ্রাম,
শোষণের বিরুদ্ধে সংগ্রাম
এবারের সংগ্রাম,
আলোর পথে যাত্রার সংগ্রাম।’

লাবণ্য শিল্পী : সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গান, কবিতায় শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 
১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া’ 
অভ্যুত্থান : কবিতায় নয়, কবিতার 
X
Fresh