• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  ২২ আগস্ট ২০১৬, ১৬:৩৭

চট্টগ্রামের চন্দনাইশের ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন শামসুন নাহার ও তার ছেলে হুমায়ুন কবির।

সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ সদরে পূর্বশত্রুতার জেরে মনির আহমেদ চৌধুরীকে পিটিয়ে ও কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরেই নিহতের ছেলে তানভীর ইবনে মনির হত্যামামলা করেন।

তদন্ত শেষে পুলিশ পরের বছরের ১৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে দু’জনকে আসামি করা হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ১১ জন সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত মা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নিহত মনির নগরীর আগ্রাবাদ শাখায় রুপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি গ্রামের বাড়িতে নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh