• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বুটেক্সে ভর্তি পরীক্ষায় প্রথম মাদরাসাছাত্র

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১৪:৩২
বুটেক্সে ভর্তি পরীক্ষায় প্রথম মাদরাসা ছাত্র
ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সা’দ ইবনে আহমাদ নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১৫ জন; যা আগের প্রকাশিত ফলের চেয়ে কম।

সংশোধিত এই ফলে প্রথম হওয়া সাদের রোল নম্বর ছিল ১০৭০৩২। তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। যদিও পূর্বের ফলে তিনি দ্বিতীয় হয়েছিলেন।

প্রথম হওয়ায় সা’দ তার ফেসবুকে বলেন, আলহামদুলিল্লাহ্। বুটেক্সের রেজাল্ট স্থগিতের পরে অনেকেই সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।কিন্তু আমি নিরাশ হইনি। জানি, মালিক আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। সেটা আমি এখন বুঝি। আল্লাহর রহমতে সংশোধিত রেজাল্টে বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি।

এর আগে বুটেক্স ভর্তি পরীক্ষার ফল বুধবার (১৭ নভেম্বর) প্রকাশিত হওয়ার পর মেইল এবং টেলিগ্রামে বেশ কিছু আপত্তি আসে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারই সে ফল স্থগিত করে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
X
Fresh