• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আগামী বছর জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২১, ১২:২৩
আগামী বছর জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয় যা বললেন শিক্ষামন্ত্রী
ছবি: আরটিভি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না হওয়ার সিদ্ধান্ত আগেই জানা গেছে। তবে আগামী বছর এই পরীক্ষা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকবে না। তবে আগামী বছর হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শিক্ষাক্রম পরিবর্তন হলে জেএসসি-জেডিসি থাকবে না।

এ সময় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডা. দীপু মণি। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যারা এটি নিয়ে গুজব রটানোর চেষ্টায় আছেন, এমন কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ
X
Fresh