• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভিডিওতে দেখুন চিকুনগুনিয়া জ্বর কীভাবে শনাক্ত করবেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১৪:৫৪

* এ জ্বরের প্রধান লক্ষণ- হঠাৎ প্রচণ্ড জ্বর, যা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সাধারণত এ জ্বর ১ সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় স্থায়ী হয়।

* এ সময় অস্থি সন্ধিতে, হাত বা পায়ের আঙুলের সন্ধিগুলোতে ব্যথা হয়। বড় অস্থিসন্ধিতেও ব্যথা হতে পারে। এছাড়া শরীরের লাল ছোপ ছোপ দাগে ভরে যায় (চামড়ায় ফুসকুড়ি)।

* জ্বর চলে যাওয়ার পরও ব্যথা থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে ব্যথা এক দেড় মাস বা তারও বেশি স্থায়ী হতে পারে।

* মাথা ব্যথা হয়। বমি বমি ভাব হয়। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়।

* জ্বর ভালো হলেও শারীরিক দুর্বলতা বহাল থাকতে পারে বেশ কিছু দিন।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
X
Fresh