• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সবচেয়ে বেশি ও কম টিকা পেয়েছে যে জেলার মানুষ

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ১২:১৯
সবচেয়ে বেশি ও কম টিকা পেয়েছে যে জেলার মানুষ
ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ কমে এলেও টিকা কার্যক্রম চলমান রয়েছে। দেশে এখন পর্যন্ত মোট টিকা দেওয়ার মধ্যে কোন কোন জেলার মানুষ বেশি ও কম পেয়েছে, সে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলামের দেওয়া তথ্যমতে, দেশে এ পর্যন্ত মোট ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি (৩৭ লাখ ১৪ হাজার ২৬৬) টিকা পেয়েছেন ঢাকা মহানগরীর মানুষ, আর সবচেয়ে কম (১ লাখ ৫৭ হাজার ৯৯৫) টিকা পেয়েছেন বান্দরবানের মানুষ।

শুধু তাই নয় বিভাগভিত্তিক পরিসংখ্যানেও এগিয়ে আছে ঢাকা বিভাগ। এ বিভাগের ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২১৭ জন অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন ৭০ লাখ ৩৩ হাজার ৪১৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ লাখ ৫৩৮ জন, রাজশাহী বিভাগে ৪৭ লাখ ৬৩ হাজার ৩০ জন, রংপুর বিভাগে ৪৬ লাখ ১৮ হাজার ৩২১ জন, খুলনা বিভাগে ৫২ লাখ ৪৯ হাজার ৬৯৯ জন, বরিশাল বিভাগে ২৩ লাখ ৯২ হাজার ৯৩ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৪০ হাজার ১৩৫ জন এক ডোজ টিকা পেয়েছেন।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
X
Fresh