• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সবক্ষেত্রে স্কুল-কলেজের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ, সময় এক মাস

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ২১:৪১
সবক্ষেত্রে স্কুল-কলেজের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ, সময় এক মাস
ফাইল ছবি

সবক্ষেত্রে স্কুল-কলেজের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ মাসের মধ্যে পূর্ণ নাম ব্যবহার শুরু করে প্রমাণসহ বিষয়টি বোর্ডকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এতথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজগুলো দাফতরিক ও অন্যান্য প্রয়োজনে দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজ ইত্যাদির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ না করে সংক্ষিপ্ত নাম বেছে নিচ্ছে। তাই সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহারের অনুরোধ জানানো হলো।

পত্র ইস্যুর দিন থেকে আগামী একমাসের মধ্যে সাইনবোর্ড, প্যাড, ডাটাবেজ ইত্যাদিতে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করে তার প্রমাণসহ তথ্য ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
যে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষা বোর্ডের
X
Fresh