• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৮ মাস পর মৃত্যুশূন্য ঢাকা

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ১৮:৪৫
১৮ মাস পর মৃত্যুশূন্য ঢাকা
ফাইল ছবি

দীর্ঘ দেড় বছর (১৮ মাস) পর করোনায় ঢাকা বিভাগে কোনো মৃত্যু হয়নি। এর আগে সর্বশেষ ২০২০ সালের ৩ এপ্রিল মৃত্যুশূন্য ছিল ঢাকাসহ পুরো বাংলাদেশ। এছাড়া আরও ৪ বিভাগেও ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। সেগুলো হলো- সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু এবং ৩৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। মৃতদের মধ্যে- চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ ও খুলনায় ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh