• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এই প্লাস্টিক দেখলেই ফাটাতে ইচ্ছে করে কেন, জেনে নিন উপকারিতা

অনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর ২০২১, ১৮:২৮
এই, প্লাস্টিক, দেখলেই, ফাটাতে, ইচ্ছে, করে, কেন, উপকারিতা, কী,
ছবি: সংগৃহীত

মার্কেট থেকে কোনো নতুন পণ্য কিনে আনলে প্রায় সময় দেখা যায় তা বাবল র‍্যাপ দিয়ে মোড়া। আপাত দৃষ্টিতে এটি তেমন কোনো কাজে না আসলেও আমরা অনেকেই প্যাকেট থেকে বের করে ফাটাতে পছন্দ করি। আমাদের মধ্যে এমন কাজটি করেন না, তেমন মানুষের সংখ্যা কমই হবে। কিন্তু আমরা কেন ফাটাই বাবল র‍্যাপ-বিষয়টি কি কখোনো ভেবেছেন! না ভাবলেও সমস্যা নেই। এক দল গবেষক বিষয়টির কারণ অনুসন্ধানে গবেষণা চালিয়েছেন।

গবেষণার তথ্য বলছে, সামনে স্পঞ্জের মতো নরম জিনিস এলে তা ছুঁতে ইচ্ছে করে। একে বলা হয় এক ধরনের ‘প্যানিক’। এই প্যানিক এতটাই তীব্র হয় যে, কখনো কখনো নিজের হাতকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কাজেই অনেকটা আনমনে বুদবুদগুলি ফাটানোর ইচ্ছা সামলানো সম্ভব হয় না।

গবেষণা বলছে, মজার ছলে বাবল র‍্যাপ ফাটালেও ভালো থাকবে মানসিক স্বাস্থ্য। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই অভ্যাস। এক মিনিট বুদবুদ ফাটালে প্রায় ৩৩ শতাংশ মানসিক চাপ কমে যায়।
যারা বেশি বাবল র‍্যাপ ফাটাতে পছন্দ করেন, তারা অনেক বেশি কাজ করতে পারেন বলে দাবি বিজ্ঞানীদের। এমনকি মনোযোগের ঘাটতি হলে বেশ কিছুক্ষণ বাবল র‍্যাপ ফাটালে উপকার পাওয়া যাবে।

সূত্র: আনন্দবাজার

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আভরাল-শাম্মীর গানচিত্র ‘তুমি আমার কে’
মাশরুম চাষ করে স্বাবলম্বী শাপলা আক্তার
রওশ‌নের স‌ঙ্গে যোগ দেওয়ায় বাবলাকে অব্যাহতি জি এম কা‌দেরের
জানাজায় যাওয়া হলো না বাবলুর, পথেই মারা যান স্ত্রী-সন্তানসহ  
X
Fresh