• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব মোবাইল ফোনে 

আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব মোবাইল ফোনে 
ফাইল ছবি

চলতি বছরের নভেম্বর থেকে প্রায় ৪৩টি মোবাইল ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সেবা।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মোবাইল ফোনের মডেলগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে ভার্সন ৪.০.৩ বা তার নিচের মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। একইসঙ্গে, আইফোনের ক্ষেত্রে আইওএস ৯ বা তার চেয়ে পুরাতন মডেলগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ প্রকাশিত তালিকায় রয়েছে:

স্যামসাং
গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি ট্রেন্ড টু, গ্যালাক্সি এস টু, গ্যালাক্সি এস থ্রি মিনি, গ্যালাক্সি এক্স কভার টু, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এস টু)।

এলজি
লুসিড টু, অপটিমাস এফ ৭, অপটিমাস এফ ৫, অপটিমাস এল ৫, অপটিমাস এল৫ টু, অপটিমাস এল৫ ডুয়েল, অপটিমাস এল থ্রি টু, অপটিমাস এল৭, অপটিমাস এল৩ টু, অপটিমাস এল ৭ টু ডুয়েল, অপটিমাস এল ৬, অপটিমাস এল৪ টু ডুয়েল

জেডটিই, হুয়াওয়ে, সনি, অ্যালকাটেল। এর বাইরেও রয়েছে আইফোন এসই, আইফোন সিক্স এস।

সূত্র: ইন্ডিয়া ডট কম

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh