• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভুয়া খবরের বিরুদ্ধে ফেসবুকের যুদ্ধ ঘোষণা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০১৭, ২৩:০৮

ভুয়া খবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে টেক জায়ান্ট ফেসবুক। কয়েকদিন আগেই ফেসবুক নিজেদের হেল্প সেন্টারে ভুয়া খবরের তালিকা প্রকাশ করেছিল। আর এ নিয়ে এবার ব্রিটেনের পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে সংস্থাটি।

সন্দেহপ্রবণ সংবাদ চিহ্নিত করতে ওই বিজ্ঞাপনে ১০টি পরামর্শ দেয়া হয়েছে। বেশ কয়েকদিন বিভিন্ন দেশের সরকার চাপ দিয়ে আসছিল ফেসবুককে।

সবশেষ গেলো মাসে ব্রিটেনের ক্ষমতাসীন দলের এক এমপির সাধারণ নির্বাচনের আগে ভুয়া খবর ঠেকাতে দাবি জানান। এর প্রেক্ষিতে পত্রিকাতেও পরামর্শের তালিকাটি প্রকাশের সিদ্ধান্ত নিলো ফেসবুক।

আসছে জুন মাসে ব্রিটেনের নির্বাচন হবার কথা রয়েছে। এরই মধ্যে কয়েক হাজার ভুয়া ফেসবুক আইডিও বন্ধ করা হয়েছে দেশটিতে।

ভুয়া খবর চিহ্নিত করতে ১০ পরামর্শ :

শিরোনাম নিয়ে সন্দিহান, ইউআরএল (ওয়েব অ্যাড্রেস) লক্ষ্য করা, সংবাদের সূত্র যাচাই, অস্বাভাবিক ফরম্যাটিং খেয়াল করা, ছবি বিবেচনা করা, তারিখ লক্ষ্য করা, প্রমাণ যাচাই করা, অন্য গণ্যমাধ্যমে প্রতিবেদন যাচাই, সংবাদটি কী ব্যঙ্গ?, কিছু রিপোর্ট ইচ্ছাকৃত বানোয়াট।

পরামর্শগুলো দেখতে ক্লিক করুন :

https://www.facebook.com/help/188118808357379?ref=shareable

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh