• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেই সোবহানই রাবি উপাচার্য

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ০৭ মে ২০১৭, ১৯:২৯

ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক এম আব্দুস সোবহানই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য পদে আবারো নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪ বছর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন তিনি।

রোববার বিকেলে আব্দুস সোবহানকে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।


এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh