• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পেছালো দীপন হত্যা মামলার প্রতিবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৭, ১৪:০৪

ফের একমাস পেছালো জাগৃতি প্রকাশনার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। নতুন তারিখ আসছে ৭ জুন।

ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ঠিক করেন।

রোববার দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার দিন ঠিক ছিল। কিন্তু তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ প্রতিবেদন না দিয়ে সময় আবেদন করে। আদালত আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন।

দীপন হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি কারাগারে আছেন। তারা হলেন মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম।

২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই ৩ জন হত্যায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh