• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিজড়াদের 'অন্যরকম' বিউটি পার্লার

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ০৬ মে ২০১৭, ১৭:৫৬

সাভারের আশুলিয়ায় তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের কয়েকজন তরুণ অন্যরকম এক উদ্যোগ নিয়েছেন। শনিবার আশুলিয়ার ডেণ্ডাবর এলাকার মাস্টার প্লাজায় বিউটি পার্লারের কার্যক্রম শুরু করেছে। নতুন এ বিউটি পার্লারটির নাম উত্তরণ।

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এ বিউটি পার্লারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পার্লার উদ্বোধন শেষে পুলিশের এ কর্মকর্তা বলেন, সমাজের অন্যান্য স্বাভাবিক মানুষের মতো যেন হিজড়া সম্প্রাদায়ের মানুষেরা কাজ করে স্বাভাবিক জীবন-যাপন করতে পারে তারই লক্ষ্যে এই বিউটি পার্লার প্রতিষ্ঠা করা হয়েছে।

এটি হিজড়া সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করতে অন্যরকম উদ্যোগ।

অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তরণের কর্মীরা জানিয়েছেন, আপাতত এ শাখায় শুধুমাত্র মেয়েরাই সৌন্দর্য সেবা নিতে পারবেন। পর্যায়ক্রমে সাভার ও আশুলিয়ার অন্যান্য স্থানেও এই বিউটি পার্লারের শাখা বিস্তৃত করা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh