Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

দীর্ঘদিন পর বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ পালন

দীর্ঘদিন পর বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ পালন
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পবিত্র নগরী মক্কায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পবিত্র ওমরাহ পালন। এছাড়া করোনার কারণে এ বছর বিদেশিদের জন্য বাতিল করা হয় হজ যাত্রা। ফলে সৌদিতে অবস্থানকারীরাই এ বছর হজ পালন করেন।

তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ পালন।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-আমিরি স্থানীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আরাবিয়া সূত্রে জানা গেছে, পহেলা মহররম থেকে সৌদিতে বিদেশিদের জন্য ওমরা পালন শুরু হবে। বিদেশি মুসল্লিদের ওমরা পালনকে কেন্দ্র করে দেশটির ৫০০টি কোম্পানি এবং প্রতিনিধিদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনা টিকা প্রদানের পরিস্থিতি দেখে মহররম থেকে ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ওমরা পালনের সকল আনুষ্ঠানিকতা অর্থাৎ হোটেল বুকিং দেওয়া এবং নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়।

জেএইচ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS