• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নানান পেশায় শ্রমজীবী

মিথুন চৌধুরী ও রুমকি খান

  ০১ মে ২০১৭, ১৫:৩৬

শ্রমিকদের ত্যাগে দেশে চাকা ঘুরছে। উন্নত হচ্ছে দেশ। দেশে বর্তমানে শ্রমশক্তির মধ্যে ৩ কোটি ৯৫ লাখ পুরুষ ও ১ কোটি ৭২ লাখ নারী।

এরমধ্যে অনানুষ্ঠানিকভাবে কাজে যুক্ত আছেন প্রায় ৪ কোটি ৭০ লাখ।

প্রায় ৮৭ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক কাজ করে থাকেন।

বাকি ১৩ শতাংশ শ্রমশক্তি আনুষ্ঠানিকভাবে কাজ করে থাকেন।

দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখের কিছু বেশি।

বর্তমানে পোশাক শিল্পে প্রায় ৪২ লাখের বেশি শ্রমিক কাজ করে। যার ৮০ শতাংশ নারী। কিন্তু অবহেলায় অধিকাংশ শ্রমজীবী মানুষ।

প্রতি বছর মে মাসের প্রথম দিনটি শুরু হয় শ্রমিকদের অধিকার আদায়ের মাধ্যমে। যা শ্রমিক দিবস বা মে দিবস নামে বিশ্বব্যাপী পরিচিত। বছরের এ দিন শ্রমিকরা শ্রেণী বৈষম্যের অবসানের লক্ষে সংকল্পবদ্ধ হয়ে ওঠেন।

অধিকার আদায়ে শ্রমিকরা রাজপথে নেমে আসেন। তুলে ধরেন নিজেদের বৈষম্য ও চাহিদার কথা।

দেশের নানান পেশার শ্রমজীবী মানুষের কর্ম নিয়ে শ্রমিক দিবসে তাদের জীবন ছবি নিয়ে আরটিভি অনলাইনের আয়োজন।

বৈদেশিক মুদ্রা আয়ে দেশের তৈরি পোশাক খাত শীর্ষ অবস্থানে নিয়ে গেছে দেশের গার্মেন্টস শ্রমিকরা। কর্মসংস্থানের উল্লেখযোগ্য ক্ষেএ এটি।

প্রবাসী শ্রমিক। দেশে প্রবাসী আয়ে যাদের অবদান অনস্বীকার্য।


কৃষক। যারা দেশের খাদ্য উৎপাদনে অবদান রেখে যাচ্ছেন।


ইট ভাটা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করে থাকেন। যাদের কল্যাণে মাটি পুড়ে ইটে রূপ পায়।

ওয়ার্কশপে শ্রমিকরা লোহাকে জোড়া দিয়ে ক্ষুদ্র থেকে বিশাল নির্মাণে অবদান রাখেন।

চা শ্রমিকরা দেশের চা উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছেন।


নাপিত। যাদের পরিশ্রমে মানুষ সৌন্দর্যে বিকশিত হন।


চাতাল শ্রমিক। যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে শ্রম দিয়ে যায়।


পাথর শ্রমিক। পাথর উত্তোলনে যারা অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু খুবই কম শ্রমমূল্য পান তারা।


নির্মাণ শ্রমিকরা দেশের ইমারত নির্মাণে বেশ ভূমিকা রাখছেন। তবে এর বেশ পেশাগত নিরাপত্তা ঝুঁকিতে থাকেন।


কুলি। যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন। পণ্য নেওয়া আসায় তারা অক্লান্ত কষ্ট করলেও শ্রমমূল্য খুবই কম।


রিকশা চালক। যারা শারীরিকভাবে শ্রম দিয়ে যাত্রী বহন করে থাকেন।

মাটি কাটায় শ্রমিকরা বেশ অবহেলায় জীবন যাপন করেন।


পাথর ভাঙ্গায় শ্রমিকরা ন্যায্যমূল্য পেতে বরাবরই অবহেলিত।


কৃষি কাজে নারী শ্রমিকরাও বেশ অবদান রেখে আসছেন।


মুচি। জুতা তৈরি ও মেরামত করে থাকলেও তারা বেশ অবহেলিত।


ইট নেওয়া আশায় শ্রমিকদের শ্রমের মূল্য খুবই নগণ্য। এক সময় এ পেশার শ্রমিকরা স্বাস্থ্যজনিত রোগে ভোগেন।


কুমার। যারা মাটিকে নানা রূপ দিয়ে যাচ্ছেন। তবে এ পেশার মানুষরা বেশ অবহেলিত।


কামার। খুবই পরিশ্রমী শ্রমিক। যারা লোহাদন্ডকে ব্যবহার উপযোগী করে তুলছেন। যুগ যুগ ধরে এ পেশা চলে আসছে।

এমসি/ আরকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh