• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় পাহাড় ধসে ২ বাংলাদেশি নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৭, ১২:০১

মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে কাজাং জেলার হুলু লাঙ্গাত এলাকায় পাহাড় ধসে রানা (৪০) ও মাসুদ রানা (২২) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তারা পাশাপাশি দুটি ঝুপড়ি ঘরে ঘুমিয়ে ছিলেন বলে স্থানীয় পুলিশ জানায়।

মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস ও দ্যা স্টার অনলাইনসহ অন্যান্য সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ হয়।

সংবাদ মাধ্যমগুলো জানায়, লাঙ্গাত-২ পানি শোধন প্রকল্পের পাশে পাহাড়ের কিনারে ১১ বাংলাদেশি ও ৯ ইন্দোনেশীয় শ্রমিক হুলু লাঙ্গাতের পাহাড়ের পাদদেশে ঝুপড়ি ঘরে থাকতেন। ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার ভোর ৪টার দিকে ভূমিধস হয়।

কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের উদ্ধারকারী দলের প্রধান আহমাদ হিশাম আবদুল রহমান বলেন, ‘বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস হয়েছে। ওই দুর্ঘটনায় আরো এক শ্রমিকের পা ভেঙে গেছে।’

তিনি জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অন্য শ্রমিকরা মৃত শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh