• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরু, সময় ৭ দিন

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১৯:৩৩

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল) বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকদের বিকল্প সেবা নেয়ার জন্য আজ (মঙ্গলবার) পর্যন্ত সময় ছিল। এসময় আরও সাত দিন বাড়ানো হয়।

মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন।

তিনি বলেন, সিটিসেলের কাছে সরকার ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা পাবে। পরিশোধ না করায় সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে।

তারানা হালিম জানান, টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ অন্যান্য খাতে এ টাকা বয়েকা হয়।

১৯৮৯ সালে দেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় সিটিসেল। যাত্রার সময় এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম মুঠোফোন অপারেটর। শুরুর দিকে সংযোগসহ সিটিসেলের একটি ফোনের দাম রাখা হতো লাখ টাকার বেশি।

বর্তমানে সিটিসেলের প্রায় ৪৫ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক সিংটেল এশিয়া প্যাসিফিক। ফার ইস্ট টেলিকম ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক। আর প্যাসিফি মোটরসের হাতে আছে ৩৭ দশমিক ৯৫ শতাংশ মালিকানা।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর সিটিসেলের দেড় থেকে দুই লাখ গ্রাহক রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh