• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুগলের ভিডিও চ্যাটিং অ্যাপ ‘ডুয়ো’র যাত্রা

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১৯:৫৯

দিন দিন বাড়ছে ভিডিও কলিং অ্যাপের জনপ্রিয়তা। এরই মধ্যে মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে অডিও-ভিডিও কলিং সুবিধা চালু করেছে ফেসবুক। আগে থেকেই রয়েছে মাইক্রোসফটের স্কাইপি, অ্যাপলের ফেসটাইম। এবার এ দলে যোগ দিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।

মঙ্গলবার জি নিউজ জানিয়েছে, শুধু মোবাইলের জন্য ভিডিও কলিং অ্যাপ ‘ডুয়ো’ নিয়ে এসেছে গুগল। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও অ্যাপলের আইফোনে এটি ব্যবহার করা যাবে।

অ্যাপটিতে সাইন আপ করার পর ব্যবহারকারীর ফোন নম্বরে একটি কনফারমেশন মেসেজ আসবে। এর মাধ্যমেই এটি চালু হবে। এতে বর্তমানে শুধু দু’জন ভিডিও চ্যাট করতে পারবেন।

এতে নক নক নামে নতুন ফিচার যোগ করেছে গুগল। গেল মে মাসে অ্যাপটি বাজারে ছাড়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

গুগলের যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ফক্স বলেন, আমরা সম্পূর্ণ মোবাইলভিত্তিক একটি ভিডিও কলিং অ্যাপ তৈরি করতে চেয়েছি। এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh